আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী রাশিয়ার প্রতি ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থান গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে মস্কো। ক্রেমলিনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা আশা করি গ্রেট ব্রিটেনের ভবিষ্যত প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতি আরও ভারসাম্যপূর্ণ বক্তব্যের দিকে ঝুঁকবেন।
এদিকে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস।
এ মাসের শুরুতে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা খোঁজার কাজ। ক্ষমতাসীন এ দলটির নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।
বরিস নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর মোট আটজন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় ভোটে অংশ নেন।
কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যরা এই আটজনকে বিভিন্ন ধাপে ভোট দেন। এদের মধ্যে ছয়জন বিভিন্ন ধাপ থেকে ছিটকে যান।
শেষ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে টিকে গেলেন লিস ট্রাস এবং ঋষি সুনাক। তাদের দুইজনের মধ্যে একজনই হবেন প্রধানমন্ত্রী।
ইসলাম গ্রহণ করে আবেগে চোখে জলে ভাসলেন ২০ বছরের জার্মান তরুণী (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।