আন্তর্জাতিক ডেস্ক : মিনি বাজেট ও কর ছাড়ের ঘোষণা দিয়ে যুক্তরাজ্যে তুঘলকি কাণ্ড ঘটিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় সপ্তাহের মাঝে নিজ মন্ত্রীসভার প্রথম অর্থমন্ত্রী কোওয়ার্সি কোয়ারতেংকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।
এবার খবর বের হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানকেও সরিয়ে দেওয়া হয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের বরাতে গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। তবে আরেক গণমাধ্যম বিবিসি জানায়, সুয়েলা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেন। প্রথমত সরকারি কাজে তিনি তার ব্যাক্তিগত ইমেইল ব্যবহার করেন। দ্বিতীয়ত তিনি এমন একজন ব্যক্তিকে সরকারি নথি প্রদান করেন যার কাছে এ নথি দেওয়ার কথা নয়। এ দুটি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
সুয়েলা তার পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন।
সুয়েলা ব্রাভারম্যানের স্থানে স্থলাভিষিক্ত হবেন সাবেক পরিবহণমন্ত্রী গ্র্যান্ট সেপস। তিনি কনজারভটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ঋসি সুনাককে সমর্থন দিয়েছিলেন।
তবে দ্য গার্ডিয়ানকে সূত্রটি জানিয়েছে লিজ ট্রাস তার প্রধানমন্ত্রিত্ব টেকাতেই এতসব কিছু করছেন।
তিনি এখন গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞদের নিয়ে আসার চেষ্টা করছেন। তবে তার প্রিয় ব্যাক্তিদের মধ্যে অন্যতম সুয়েলাকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টিও ট্রাসের জন্য বড় ধরনের একটি ধাক্কা হবে।
প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট সুয়েলা ব্রাভারম্যানকে ‘বরখাস্ত’ করা হয়েছে এমন বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু তাকে কিভাবে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি নিশ্চিত নয়।
গার্ডিয়ান আরেকটি সূত্রের বরাতে জানিয়েছেন, নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্টের নির্দেশে সুয়েলাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বর্তমানে জেরেমি হান্ট সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের পক্ষে ছিলেন। যখন প্রধানমন্ত্রী তার মিনি বাজেট পরিত্যাগ করতে বাধ্য হন তখন তার পক্ষে সাফাই গেয়েছিলেন সুয়েলা। এমনকি গত মাসে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী লিজ ট্রাস ‘অভ্যুত্থানের’ শিকার হচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।