
আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব জুড়ে চলছে করোনা তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এবার যুক্তরাজ্যে নতুন করে ৮১৩ জন মানুষ মারা গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এতে করে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিস্থিতিকে করুণ এবং ভয়াবহ বলে বর্ণনা দিয়েছেন। গেল মাসে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, ২০ হাজারের নিচে মৃতের সংখ্যা একটি ভালো ফলাফল। এরই মধ্যে গেল সোমবার দু সপ্তাহের বিশ্রাম শেষে কাজ শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাষ্ট্র, ইতালি স্পেন ও ফ্রান্সের পর করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় সরকারিভাবে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বে পঞ্চম। ব্রিটিশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আরও কয়েক সপ্তাহ পর মৃত্যুর হার দ্রুত হ্রাস পাওয়া শুরু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।