আন্তর্জাতিক ডেস্ক : দশকের সবচেয়ে ভয়াবহ ঝড় ‘ইউনিস’ আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব ও পূর্ব অঞ্চলগুলোতে দ্বিতীয় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ দ্য মেট অফিস।
পাশাপাশি অঞ্চলগুলোর কয়েক লাখ মানুষকে ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। এর আগে ডেভন, কর্নওয়াল, সমারসেট ও দক্ষিণ ওয়েলসের উপকূলীয় অঞ্চলে প্রথম রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। খবর বিবিসি।
ঝড়ের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির প্রশাসন। সতর্কতা হিসেবে কয়েকশ’ স্কুল বন্ধ এবং ওয়েলের সব ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে দেশটির সেনাবাহিনীকে।
শুক্রবার ঘণ্টায় ৯০ মাইল বেগে ইউনিস আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বিবিসি ওয়েদার জানায়, গত তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঝড়গুলোর একটি হতে পারে ঝড়টি। এর ফলে জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিমাণ ব্যাঘাত ঘটতে পারে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছেন পূর্বাভাসকারীরা।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রে আঘাত করতে যাচ্ছে ইউনিস। এর আগে স্কটল্যান্ডের কিছু অংশ, উত্তর ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডকে লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘ডাডলি’। ঝড়টির আঘাতে অঞ্চলগুলোর কয়েক হাজার ঘর বিদ্যুত্হীন হয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।