বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি সিনেমার সফল নায়ক। আর এবার নিজের অভিনয় দক্ষতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্র গেলেন এই নায়ক। সেখানে একটি অভিনয় স্কুলে ১ মাসের জন্য কোর্স করবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই তারকা।
২৫ জুলাই ভোরের একটি ফ্লাইটে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে আগামী ২৮ জুলাই লস অ্যাঞ্জেলসে ‘বঙ্গ সম্মেলন’-এ যোগ দেবেন।
বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে এ আয়োজন করা হয়। যেখানে বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা আমন্ত্রিত হয়ে থাকেন।
যাওয়ার আগে শুভ বলেন, ‘আজ থেকে দেড় যুগ আগে আমি মফস্বল শহরের এক যুবক ছিলাম। ময়মনসিংহের দুই বন্ধুর সহযোগিতায় ঢাকা শহরে এসেছিলাম। চেয়েছিলাম র্যাম্প মডেল হবো, অভিনয় করব। যার ফলেই হয়তো আজকের শুভ। আমি আরও বড় স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই অভিনয়ে নিজেকে আরও দক্ষ করতে চাই। এ জন্যই যুক্তরাষ্ট্রের অভিনয় স্কুলে ভর্তি হচ্ছি।’
দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেবেন আরিফিন শুভ। এটি চলবে ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।