যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা নেই : অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রশ্নে ভিডিও কনফরেন্সের মাধ্যমে লন্ডন আদালতের মুখোমুখি করা হয়। সেখানে তিনি বিচারকের বহিঃসমর্পণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ব্রিটেনের বেলমার্শ জেলে ৫০ সপ্তাহের কারাবাস করছেন অ্যাসাঞ্জ। তাকে কম্পিউটার হ্যাকিং ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর প্রশ্নে আত্মসমর্পণের ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করেন বিচারক মাইকেল। জবাবে অ্যাসাঞ্জ বলেন, ‘সাংবাদিকতা আমাকে অনেক পুরস্কার এনে দিয়েছে। এতে বিশ্বজুড়ে অনেক মানুষ প্রভাবিতও হয়েছে। তাই আত্মসমর্পণ করার কোনো ইচ্ছা আমার নেই।’

যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী বেন ব্র্যান্ডন। তিনি বলেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আদালতে দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে জারি করা হয়েছে। সেখানে ৪৭ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে একটি কম্পিউটারে অনুমতি ছাড়া ও অন্য একটি কম্পিউটারে অন্যায়ভাবে প্রবেশ করার জন্য অভিযোগপত্র দেয়া হয়েছে।

উল্লেখ্য, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সম্পূর্ণ আবেদন এখনো গ্রহণ করা হয়নি বলে বেন ব্র্যান্ডন জানান। এবং যুক্তরাষ্ট্রের আনিত অভিযোগে তার সর্বোচ্চ ৫ বছর সাজা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।