আন্তর্জাতিক ডেস্ক : ইস্টার সানডে উপলক্ষে করোনাভাইরাসের মধ্যেই যুক্তরাষ্টের কয়েকটি গির্জা সাধারণ মানুষের জন্য খুলে দেয়ার কথা বলছে। অথচ এই সময়ে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জমায়েত না করার জন্য স্বাস্থ্য কর্মকর্তারা থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়ে আসছে।
আগামী রোববার (১২ এপ্রিল) ইস্টার সানডে। এইদিনই চার্চগুলোতে বড় করে প্রার্থনা ও সেবার আয়োজন করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপটে একসাথে বহু মানুষ সমাবেত হওয়া। কারণ বিশ্বে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রসহ ভুগছে পুরো বিশ্ব। এমন অবস্থায় জমায়েত নিষিদ্ধ হওয়া ও বিশ্বের ধর্মীয় উপসনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতোই যুক্তরাষ্ট্রেও অধিকাংশ মানুষ ঘরে বসেই উদযাপন করবেন এই ধর্মীয় উৎসবটি। কিন্তু সে দেশের কয়েকটি গির্জা বেঁকে বসেছে। তারা বলছে, গির্জা খুলে মানুষকে ঢুকতে দেয়া তাদের অধিকার।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির যুক্তরাষ্ট্রের লুজিয়ানার বাটন রুজের কাছে একটি চার্চের যাজক রেভারেন্ড টনি স্পেল বলছেন, শয়তান ও একটি ভাইরাস আমাদের থামাতে পারবে না।
তিনি বলেন, ইশ্বর যে কোনো দুর্যোগ ও অসুখ থেকে আমাদের বাঁচাবেন। আমরা ভয় পাই না। মার্কিন ভূখণ্ডে যিশুবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে ইশ্বর আমাদের আদেশ করেছেন আমরা যিশুর এ আহ্বান ছড়িয়ে দেব।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি। কর্তৃপক্ষ আরো খারাপ অবস্থার আশঙ্কা করছে৷ এ অবস্থায় ইস্টারে প্রধান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট চার্চগুলো অনলাইনে প্রার্থনা ও সেবার আয়োজন করবে। এমনকি যেসব সংগঠন ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে কাজ করে, তারাও এ সময় কোনো প্রতিবাদ করছে না। এখন দেশটির এই যুক্তিতে যে, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বিধিনিষেধ জারি হয়েছে সব ধরনের প্রতিষ্ঠানের ওপর।
উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য ইডাহোতে আমন বান্ডি নামের স্থানীয় এক নেতা কয়েকশ’ মানুষ নিয়ে ইস্টার পালনের ঘোষণা দিয়েছেন বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো
অন্যদিকে ক্যালিফোর্নিয়া রাজ্যের লোদি শহরে লকডাউন ঘোষণার পর একটি এভানজেলিকাল ক্রস কালচার সেন্টারের তালা বদলে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপরও এর যাজক জন ডানকান তার ৮০ জন অনুসারীকে নিয়ে হাজির হয়েছিলেন গেল রোববার। যেহেতু ইস্টার সানডেতেও চার্চটি তালাবদ্ধ থাকবে, তাই তিনি অনুসারীদের সববেত হবার জন্য বিকল্প জায়গার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।