মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে আবেদনকারীদের ১ লাখ ডলার ফি দিতে হবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় প্রফেশনালদের ওপর।
নতুন নিয়ম অনুসারে, এইচ-১বি ভিসার জন্য আবেদনকারীদের একবারে ১ লাখ ডলার দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। বর্তমান ভিসাধারী বা নবায়নের ক্ষেত্রে এই ফি কার্যকর হবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হঠাৎ এই নীতি পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে ‘গভীর বিঘ্ন’ সৃষ্টি হতে পারে। দেশটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের আশা প্রকাশ করেছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে মূলত বিজ্ঞানী, প্রকৌশলী ও সফটওয়্যার প্রোগ্রামারদের তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেওয়া হয়, যা ছয় বছর পর্যন্ত বাড়ানো যায়। ২০২৪ সালে আবেদনকারীর মধ্যে ৭১ শতাংশ ভারতীয় ছিলেন। ন্যাসকম জানিয়েছে, হঠাৎ ফি বৃদ্ধি আন্তর্জাতিক প্রকল্প ও ভারতীয় পেশাজীবীদের কর্মজীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে।
ওভাল অফিসে ফি ঘোষণা করার সময় ট্রাম্প বলেন, “আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করতে হবে। যারা প্রশিক্ষণ দিতে আসবে, তারা আমেরিকানদের প্রশিক্ষণ দেবে।” প্রশাসনের যুক্তি, অতিরিক্ত ফি কর্মসূচির অপব্যবহার রোধ করতে প্রয়োগ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।