আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রথম সারির একজন কর্মকর্তা পল ন্যাকেসন। যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির পরিচালক ও সাইবার কমান্ডের প্রধান। এবার তার নাম করে প্রতারণা! সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারস্কোপ জানায়, এক প্রতারক ন্যাকেসন সেজে ফেসবুক ও ইমেইলে এক বিবাহিতা নারীকে নোংরা ম্যাসেজ দেয় এবং তার সঙ্গে প্রেমের অভিনয় করে। একপর্যায়ে তাকে গুগল হ্যাংগআউট ইনস্টল করতে প্ররোচিত করে।
যুক্তরাষ্ট্রের সেনাসদস্য পরিচয় দিয়ে নারীদের সঙ্গে এভাবে প্রতারণার খবর নতুন নয়। কিন্তু এটি একেবারে অস্বাভাবিক ঘটনা যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন চার তারকা জেনারেল, যিনি সেনাবাহিনীতে এখনও কর্মরত। তার নাম ভাঙ্গিয়ে অন্যদের সঙ্গে প্রতারণা করছে।
সাইবারস্কোপ জানায়, ঘটনাটি উন্মোচিত হয় যখন সুসান নামে নিউইয়র্কের একজন নারী ফেসবুকের মাধ্যমে কিছু ম্যাসেজ পান। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন কমান্ডের প্রধান জেনারেল স্টেভ লিয়নস সেজে এই বার্তাগুলো পাঠায় এক প্রতারক। সুসানের পাবলিক ফেসবুক পোস্টেও সে একই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে এবং আসল স্টেভ লিয়নস এর কিছু ছবিও আপলোড করে। ফলে ওই নারীর বিশ্বাস হয় যে এ লোকটি সেনা কর্মকর্তা।
এভাবে সুসান ও ভুয়া স্টেভ লিয়নস নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করতে থাকে। একপর্যায়ে ভুয়া ব্যক্তিটি সুসানকে জানায়, পল ন্যাকেসনের স্ত্রী মারা গেছে এবং তার একজন নারী সঙ্গী প্রয়োজন। বারবার সুসানকে এ কথাটি স্বরণ করিয়ে দিতে থাকে সে। অথচ প্রকত পল ন্যাকেসনের স্ত্রী ও সন্তান আছে। এরপর ভুয়া লোকটি সুসানের কাছ থেকে তার ইমেইল নেয়। এবার সে সরাসরি পল ন্যাকেসন সাজে এবং সুসানকে আরেকটি ইমেইল দেয়।
ওই ইমেইলে ভুয়া ন্যাকেসন দাবি করে সে সিরিয়া মিশনে আছে। সে সুসানের কাছে বিভিন্ন ধরনের ধর্মীয় বার্তা পাঠায় এবং তাকে অনুরোধ জানায় গুগল হ্যাগআউট ডাউনলোড করার জন্য। কারণ অন্যগুলোতে যোগাযোগ করলে বিদ্রোহীরা তথ্য পেয়ে যেতে পারে। পরবর্তীতে সুসানের সন্দেহ হলে সে বিষয়টি সাইবারস্কোপকে জানায়। সাইবারস্কোপ টিম অনুসন্ধান করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে প্রতারককে চ্যালেঞ্জ করে সুসান হয়ে। এবার প্রতারক সুসানকে একটি বার্তা পাঠায়- ‘তোমাকে ধরতে আমি আমার সৈন্যদের পাঠাচ্ছি, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফবিআইর সঙ্গেও যোগাযোগ করছি।’ বিষয়টি ফেসবুককে জানালে তারা ভুয়া একাউন্টটি স্বরিয়ে ফেলে।
সূত্র: বিজনেস ইনসাইডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



