আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা টানা দুই দিন কমার পর আবার বাড়তির দিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টা) ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ!
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২,২০৭। সোমবার দেশটিতে মৃত্যু হয়েছিল ১,৩০৩ জনের। এর আগের দিন মৃত্যু হয়েছিল ১,৩৩০ জনের।
মৃত্যুর তালিকায় আগে থেকেই শীর্ষে অবস্থান নেওয়া বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮,৩৫১ জন। সংখ্যাটি গত শতকে ভিয়েতনামের সঙ্গে দুই দশক জুড়ে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মোট প্রাণহানির চেয়ে বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আক্রান্তের তালিকায়ও আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র, সবশেষ তথ্যানুযায়ী ১০ লাখ ১২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ!
মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৭ হাজার ৩৫৯ জন। ২৩ হাজার ৮০০ ছাড়ানো মৃত্যু নিয়ে স্পেন আছে তিন নম্বরে। অল্প কিছু কম মৃত্যু নিয়ে ফ্রান্স আছে চতুর্থস্থানে। পঞ্চমস্থানে যুক্তরাজ্য, ২১ হাজার ৬৭৮ জন।
আক্রান্তে স্পেন আছে দুই নম্বরে, ২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। দুই লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে ইতালি তিন নম্বরে। এক লাখ ৬৯ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে চতুর্থস্থানে ফ্রান্স; এক লাখ ৬০ ছাড়ানো নিয়ে আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে যুক্তরাজ্য।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ১ হাজার।
মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬,৪৬১ জন; মৃত্যু ১৫৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।