আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গাড়িতে লাগা আগুনে চারজন ভারতীয় নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারীও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) টেক্সাসে অন্তত পাঁচটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে এক নারীসহ চারজন ভারতীয়র মৃত্যু হয়।
জানা গেছে, দুর্ঘটনায় মৃতরা একটি কারপুলিং অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে তখন তারা আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যাপক এই সংঘর্ষে গাড়িতে আগুন লেগে যায় এবং তারা পুড়ে মারা যান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে।
মৃতরা হলেন- আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শীনী বাসুদেবন। ওরামপতি এবং তার বন্ধু শাইক ডালাসে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করে ফিরছিলেন। লোকেশ পালাচারলা তার স্ত্রীর সাথে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন। দর্শীনী বাসুদেবন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। তিনি বেন্টনভিলে তার মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, একটি দ্রুতগামী ট্রাক পেছন দিকের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে করে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সব যাত্রী মারা যান। মৃতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং দাঁত ও হাড়ের অবশিষ্টাংশের ওপর নির্ভর করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হবে এবং স্যাম্পল মা-বাবার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।