আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে শোকের মাতম কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) দেশটিতে নতুন মৃতের সংখ্যা ১,৭৩৮ জন বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, যা আগের দিনের তুলনায় কম।
প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত হয়ে আগেই মৃতের তালিকায় শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬,৫৮৩ জন। মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ২,৭৫১ জন।
আক্রান্তের তালিকায়ও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগী আক্রান্ত ৮ লাখ ৪০ হাজার ৮০০ ছাড়িয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার।
মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি; ২৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি। ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।
মৃতে তৃতীয় ও আক্রান্তে দ্বিতীয় স্পেন। করোনায় দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজার ৭০০ ছাড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে।
২১ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে চতুর্থস্থানে ফ্রান্স। যুক্তরাজ্য আছে পঞ্চমস্থানে, ১৮ হাজার ১০০।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা ৬৮১ জন।
বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৭৭২ জন। মৃতের সংখ্যা ১২০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।