আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতির দিকে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) দেশটিতে মৃতের সংখ্যা ১,৩০৩ জন, যা আগের দিন থেকে ২৭ জন কম।
গত শনিবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। সে তুলনায় গত দুই দিন মৃতের সংখ্যা কমল উল্লেখযোগ্য হারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মৃতের তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৪৪ জন।
একক দেশ হিসেবে মৃতের মতো আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে আরোগ্যের সংখ্যা ১ লাখ ১১ হাজার।
মৃত্যুর সংখ্যা কমতির দিকে থাকায় লকডাউন উঠিয়ে নিতে যাচ্ছে আরও অনেক রাজ্য। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্রস্থল হলেও করোনাভাইরাসের ‘এপিসেন্টার’ হওয়ায় লকডাউন ওঠানো নিয়ে তাড়াহুড়ো নেই নিউ ইয়র্কের।
কভিড-১৯ এ সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার, মৃত্যুর সংখ্যা ১৭ হাজারের বেশি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিয়মিত ব্রিফিংয়ে সোমবার জানিয়েছেন, শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই অল্প দিনের জন্য হলেও অনেক স্কুল খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ১০ হাজার।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৭ হাজার ছুঁই ছুঁই। সাড়ে ২৩ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে স্পেন।
চতুর্থস্থানে আছে ফ্রান্স, ২৩ হাজার ৩০০ ছুঁই ছুঁই। ২১ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে যুক্তরাজ্য আছে পঞ্চমস্থানে।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন, ২ লাখ ২৯ হাজার। তৃতীয়স্থানে ইতালি, প্রায় ২ লাখ।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০০; মৃত্যু ৯৩৯ জন।
সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫,৯১৩ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।