আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট আক্রমণ ১১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছুঁই ছুঁই করছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১,৮৮৩ জনের। যা আগের তিন দিনের তুলনায় বেশ কম।
বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু ছিল ২,০৫৩ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ২,৫০২ জনের; মঙ্গলবার ২,২০৭ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭৮৯ জন, যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ। অর্থাৎ করোনায় বিশ্বের মোট মৃত্যুর ১ চতুর্থাংশের বেশিই হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে।
আক্রান্তের তালিকায়ও আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। সবশেষ তথ্যানুযায়ী মোট আক্রান্ত ১১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ৫০০।
মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানেই আছে ইতালি, ২৮ হাজার ২০০ ছাড়িয়েছে। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ৩ হাজার।
সাড়ে ২৭ হাজার মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে যুক্তরাজ্য। ১ লাখ ৭৮ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।
মৃত্যুতে চতুর্থস্থানে ফ্রান্স, ২৪ হাজার ৫০০। আক্রান্তে আছে পঞ্চমস্থানে, ১ লাখ ৬৭ হাজার।
এক সময় তৃতীয়স্থানে থাকা স্পেনে মৃত্যুর প্রকোপ কমায় এখন পঞ্চমস্থানে নেমে এসেছে, ২৪ হাজার ৫০০। তবে আক্রান্তে দ্বিতীয়স্থানেই আছে দেশটি, ২ লাখ ১৩ হাজার।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে, ৩৭ হাজার ২০০ ছাড়িয়েছে। মৃত্যু দাঁড়িয়েছে ১,২২৩ জন।
শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৮,২৩৮ জন; মৃত্যু ১৭০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।