আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে আক্রান্ত ও মৃতের হিসাবে বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে আড়াই লাখ।
রবিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৫৭ হাজার ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ২৬০ জন।
এর আগের দিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হন। মারা যান ১ হাজার ৩৯৫ জন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। শুক্রবার তা দুই লাখের কাছে গিয়ে ঠেকে।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৪৩ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ১৮ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।