
আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানীদের পূর্বাভাস জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সে দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। একদিনে আড়াই হাজার ছুঁই ছুঁই মৃত্যুতে কভিড-১৯ এ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৫ হাজারের বেশি!
করোনা নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে, প্রাণঘাতী এই ভাইরাস স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে আরও ২,৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫৪৩ জন, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৭৫০ জন, বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ!
সবশেষ তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত ৩৮ লাখ ৭৫ হাজার।
তিরিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। আক্রান্তে চতুর্থস্থানে আছে দেশটি, প্রায় ২ লাখ ৮ হাজার।
তিরিশ হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে ইতালি; আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ১৫ হাজার।
মৃত্যুর তালিকায় এক সময় দ্বিতীয়স্থানে থাকা স্পেন চতুর্থস্থানে নেমে এসেছে, ২৬ হাজার। তবে আক্রান্তের তালিকায় এখনো দ্বিতীয়স্থানে দেশটি, ২ লাখ ২১ হাজার।
মৃত্যুতে পঞ্চমস্থানে ফ্রান্স, ২৬ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তে ষষ্ঠস্থানে আছে দেশটি, প্রায় ১ লাখ ৭৫ হাজার।
আক্রান্তে হঠাৎ ওপরে উঠে আসছে রাশিয়া। এক লাখ ৭৭ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে বর্তমানে পঞ্চমস্থানে আছে বিশ্বের বৃহত্তম দেশটি।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার; মৃত্যু ১ হাজার ৮৮৯ জন।
বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা; মৃত্যু ১৯৯ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।