Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় আইডার দাপটে লন্ডভন্ড হয়েছে আমেরিকার পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। দিন কয়েক আগে আমেরিকার লুইজিয়ানায় আছড়ে পড়েছিল আইডা। নিউইয়র্কের আগে লুইজিয়ানা দেখেছে আইডা তাণ্ডব। ঘূর্ণিঝড়ে একটি গরুকে উদ্ধারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আইডার জেরে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন লুইজিয়ানা এলাকায়। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত। এর মধ্যেই উদ্ধারকাজ চালাতে এসে উদ্ধারকর্মীরা দেখেন গাছের ওপর আটকে রয়েছে একটি গরু। দেখেই সেখানে যান উদ্ধারকর্মীরা। দুটি ডালের মধ্যে আটকেপড়া গরুটি নড়তেও পারছিল না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম দেখিয়েছে গরু উদ্ধারের সেই ভিডিও। তার পরই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। গরুটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।