মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে নিয়োগ ও নীতি-নির্ধারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে ‘নো কিংস’ আন্দোলন। শনিবার এই বিক্ষোভে অন্তত ৭০ লাখ মানুষ অংশগ্রহণ করে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী পদক্ষেপ ও গণতন্ত্রবিরোধী নীতির প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে ‘ট্রাম্প মাস্ট গো’, ‘রাজতন্ত্র নয়’, ‘সংবিধান ঐচ্ছিক নয়’ এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো’ স্লোগান দিচ্ছিলেন। ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কের টাইমস স্কয়ার, বোস্টনের কমন পার্ক এবং শিকাগোর গ্রান্ট পার্কে প্রতিবাদকারীদের ঢল নেমেছিল।
অনেকে উৎসবমুখর পরিবেশে গান, নৃত্য ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালায়। এছাড়া ব্যাঙের পোশাক পরে অংশ নেওয়া প্রতিবাদকারীরাও নজর কাড়ে। যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়।
প্রতিবাদকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, শিক্ষা ও নিরাপত্তা পদক্ষেপ, এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই পদক্ষেপগুলোকে অনেকেই যুক্তরাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।