Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যুক্তরাষ্ট্রে নির্বাচনে আরও গতি হারিয়েছে অভিবাসন প্রক্রিয়া, অনিশ্চয়তা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে নির্বাচনে আরও গতি হারিয়েছে অভিবাসন প্রক্রিয়া, অনিশ্চয়তা

    Shamim RezaOctober 16, 20203 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন বিভাগ গতিহীন হয়ে পড়ে। আর এ বছরের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে এ বিভাগের দীর্ঘসূত্রতা বেড়েছে। কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার তিন মাসের মধ্যে সাধারণত তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। কিন্তু এখন তা গড়িয়েছে বছরেরও বেশি সময়ে। এমনকি নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রেও ধীরগতি লক্ষ্য করা গেছে। নির্বাচনের পর এ সমস্যার সমাধান হবে কি-না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে অনেকেই আশা করছেন, ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জয়ী হলে এ সমস্যার সমাধান হতে পারে।

    নিউইয়র্কের জ্যামাইকা অঞ্চলে বসবাসকারী আক্তার হোসেন প্রায় সাড়ে চার বছর আগে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। তিনি বলেন, অভিবাসন বিভাগ দুই বছর আগে তার আবেদনের প্রাপ্তি স্বীকার করে চিঠি দিয়েছিল। তবে এখন পর্যন্ত সাক্ষাৎকারের জন্যও ডাকেনি তারা। ভ্রমণ ভিসায় এসে এখানে এভাবে আটকে থাকার চিন্তা ‘ভুল’ মনে হচ্ছে এখন।

    এভাবে অনেকেই আবেদন করে ঝুলে আছেন বছরের পর বছর। আর যারা অবৈধ উপায়ে এসেছেন তাদের অবস্থা আরও শোচনীয়। একদিকে করোনা মহামারি, অন্যদিকে নির্বাচনি ডামাডোল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীরা রয়েছেন গভীর শঙ্কা ও দুঃশ্চিন্তায়। এই অবস্থা কেবল বাংলাদেশিদের নয়, অভিবাসনপ্রত্যাশী সবার।

       

    ম্যানহাটনের আইনজীবী স্টিভেন জন বলেন, নির্বাচনে যদি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হন, তাহলে বর্তমান অভিবাসন নীতির অনেক বিষয়ে পরিবর্তন আসতে পারে। যেমন: মানবিক অনেক ক্ষেত্র- অ্যাসাইলাম, উদ্বাস্তু সংকট দ্রুততার সঙ্গে সমাধান হবে। যেগুলো এখন কার্যত বন্ধ রয়েছে, সেগুলো চালু হবে। অভিভাসনের বিষয়গুলো সহজ হবে। সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে আস্থা ফিরবে।

    তিনি আরও বলেন, বাইডেন জয়ী হলে অভিবাসন বিভাগে বিচারপতির সংখ্যা বাড়বে। ফলে সিদ্ধান্তও আসবে দ্রুত। কিন্তু ট্রাম্প যদি আবারও জয়ী হন, তবে বর্তমানে যে অবস্থা রয়েছে সেটাই বজায় থাকবে। বা এর চেয়ে আরেকটু খারাপও হতে পারে অবস্থা। বলা হচ্ছে, মেধাভিত্তিক অভিবাসন চালু হবে। কিন্তু মেধাভিত্তিক ব্যবস্থা তো এমনিতেই এখানে চালু রয়েছে। এই যে ইবি ক্যাটাগরি এটি তো মেধাভিত্তিকই। তবে ট্রাম্প জয়ী হলেও অভিবাসন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চেইন ইমিগ্রেশন বা পারিবারিকভাবে যারা এদেশে আসেন সেই ব্যবস্থা বন্ধ হবে না। কারণ এ দেশের অর্থনীতিতে অভিবাসীদের বড় ধরনের অবদান রয়েছে।

    এর আগে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) নামে একটি কর্মসূচির অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যেটিকে ড্রিম অ্যাক্ট বলা হয়। ২০১২ সালের ১৫ জুন সই করা ওই আদেশে যারা শৈশবে বাবা-মায়ের হাত ধরে অবৈধ উপায় এদেশে এসেছেন কিন্তু কার্যত কোনো কাগজপত্র নেই, তাদের থাকার এক ধরণের বৈধতা দেওয়া হয়। প্রতি দুই বছর পর পর সেটি নবায়ত করতে হয়। এর মধ্য দিয়ে একজন আবেদনকারী যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার অনুমতি পান। তবে তিনি কোনো অপরাধে জড়াতে পারবেন না। এই কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৮ লাখ মানুষ নিবন্ধিত রয়েছেন।

    রিপাবলিকান দলের সমর্থক সমর পাল বলেন, অনেকেই ভুলে যান, রিপাবলিকানদের কারণেই তারা এ দেশে আসতে পেরেছেন। ১৯৮৬ সালের এমিনেস্টি দিয়েছিল রিপাবলিকানরাই। ওপি ওয়ান এবং ডিভি লটারির মাধ্যমে অনেকে এদেশে এসেছেন, সেটাও দিয়েছে রিপাবলিকানরাই। প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে। তিনি সীমান্তে দেয়াল দিয়ে দেশকে সুরক্ষিত করতে চান। আর কিছু নয়।

    এই রিপাবলিকান সমর্থক অভিযোগ করেন, বর্তমান প্রেসিডেন্টের চেয়ে অনেক বেশি মানুষকে ডিপোর্ট বা অবৈধদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ভারতীয় সেনাপ্রধান

    ‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

    October 4, 2025
    ট্রেন

    অবিবাহিত মেয়েরা ট্রেনের টিকিট বুক করলে যে বিশেষ সুবিধা পান

    October 4, 2025
    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি

    ৫০ কোটি ডলার পরিশোধ করবে হার্ভার্ড, চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের

    October 4, 2025
    সর্বশেষ খবর
    nyt wordle hints

    Today’s Wordle Hints and Answer for October 4 (#1568)

    Samsung Galaxy M

    Samsung Galaxy M সিরিজের সর্বাধিক বিক্রিত ৫টি স্মার্টফোন

    পেঁপে

    পেঁপের সঙ্গে ভুলেও এই তিন খাবার খাবেন না

    ভারতীয় সেনাপ্রধান

    ‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজের সাহসিকতা, পরিবারের সামনে না দেখাই ভাল!

    কানের ময়লা

    কানের ময়লা পরিষ্কার করার সঠিক উপায়

    পূজা চেরি

    বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

    Top 5 Cheapest Cars

    Top 5 Cheapest Cars : সাশ্রয়ী মূল্যের সেরা পাঁচটি গাড়ি!

    nyt connections hints

    NYT Connections Hints and Answers for October 4, 2025 (#846)

    ট্রেন

    অবিবাহিত মেয়েরা ট্রেনের টিকিট বুক করলে যে বিশেষ সুবিধা পান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.