আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।এ ঘটনায় বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গ্যারি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক ক্যানোগা পার্কের নিজ বাসায় নিজের বাবা-মা ও ভাইকে গুলি করেন। এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার মা।
এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী এবং একটি বাসের ভেতর বসে থাকা এক পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গ্যারি। এতে পুরুষ লোকটি মারা যায়।এ ছাড়া হাসপাতালে নেওয়া পর ওই নারীও মারা যান।
আহত ওই নারীকে গ্যারি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ।
এর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টাও করেন গ্যারি। পরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গ্যারি জারাগোজাকে আটক করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।