আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ আরও ২০ জন। পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়। খবর ইউএনবি’র।
স্থানীয় সময় শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, মিডল্যান্ড মহাসড়কে একটি গাড়ি থামাতে যান পুলিশের কর্মকর্তারা। তখন ওই গাড়ির চালক (হামলাকারী) পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এরপর সে যুক্তরাষ্ট্রের ডাক সেবা বিভাগের একটি ভ্যান গাড়ি চুরি করে চালাতে শুরু করে এবং মানুষজনকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়। হতাহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।
পরে ওডেসার একটি সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন।
পুলিশ বলছে, আনুমানিক ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ একজন সন্দেহভাজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। পলাতক আরও একজন সন্দেহভাজনের ব্যাপারে তদন্ত চলছে। কিন্তু এই হামলার কোন কারণ এখনও জানা যায়নি।
চার সপ্তাহ আগে টেক্সাসের আরেকটি শহর এল পাসোতে একজন বন্দুকধারীর হামলায় ২২জন নিহত আর ২৪ আহত হন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel