বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের সব সেক্টর চলছে।
এমনকি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার অনেক কারণ রয়েছে। নির্বাচিত সরকার না থাকা সত্ত্বেও এ ধরনের পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে। শেষ এক বছরে পোশাক রপ্তানি 0.75 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৭.৩৪ বিলিয়ন ডলার ইনকাম হয়েছে।
এর আগের বছর সব মিলিয়ে সাত দশমিক দুই নয় বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলের এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এসব তথ্য পাবলিশ করা হয়।
আমেরিকায় পাবলিশ হওয়া ওই ডকুমেন্টে বলা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বের চেয়ে উচ্চ মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এজন্য বাংলাদেশ থেকে পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে। এ ধারা সামনে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত এক দশকের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি পোশাক আমেরিকায় রপ্তানি করা হয়। সেসময়, দেশটিতে রপ্তানি হয় ৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের বাংলাদেশি পোশাক। আমেরিকার বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসাবে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।