আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সপ্তাহান্তে দু’টি ব্যাপক গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছে।
ফিলাডেলফিয়ায় শনিবার রাতে এবং টেনিসির চ্যাটানুগায় রোববার সকালে ব্যাপকভাবে গোলাগুলি হয়। ফিলাডেলফিয়ার জনপ্রিয় সাউথ স্ট্রীটে ভীড় লক্ষ্য করে একাধিক লোকের গুলিতে দুই পুরুষ ও একজন নারী নিহত হয়।
ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল জানান, নিহত একজন অন্য একজনের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ার কারনে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত অপর দুজন নিরীহ পথচারী বলে তিনি জানান।
এদিকে চ্যাটানুগায় ব্যাপক গোলাগুলিতে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দ’ুজন প্রাণ হারিয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।
শহরের কেন্দ্রস্থলে একটি নাইটক্লাবের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ দুটি ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, এ ধরনের বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে হরহামেশাই ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভ থেকে জানা গেছে , সপ্তাহ জুড়ে এ ধরনের ছয়টিরও বেশি ঘটনা ঘটেছে।
এ প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে অস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন তৈরির আহ্বান জানিয়েছেন। রোববারও তিনি আধা-স্বয়ংক্রিয় রাইফেলের ওপর বিধিনিষেধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
গান ভায়োলেন্স আর্কাইভ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ২০২২ সালের এ পর্যন্ত ১৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।