
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী একটি ছোট কমিউটার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে। খবর আরব নিউজ’র।
Advertisement
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আরব নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। আর বিমানটিতে পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে । এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


