Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনিসে ভয়াবহ টর্নেডোর আঘাতে ২২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বহু মানুষ। ঝড়ের কারণে বেশ কয়েকটি শহরে অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। সিএনএন
ন্যাশভিলে শহরের ফায়ার চিফ উইলিয়াম সোয়ান জানিয়েছেন, ভয়াবহ টর্নেডোর আঘাতে ৪০ টি কাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে ও দেড় শতাধিক লোককে হাসপাতালে নেয়া হয়ে।
দেশটির আবহ্ওায়া অফিস জানিয়েছে, ক্যামেডেন শহরে ১৪৫ কিলোমিটার ও ন্যাশভিল ও পুতনম শহরের পশ্চিমাঞ্চলীয় কুকভিলি অঞ্চলটিতে ৮০ কিলোমিটার বেগে কমপক্ষে তিনবার টর্নেডোর আঘাতের খবর পাওয় গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।