
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচ জন প্রাণ হারিয়েছেন। অ্যাংকারেজের উত্তর-পূর্ব নিক হিমবাহের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বার্তা সংস্থা এপি’র।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ইউরোপের ও চেক রিপাবলিকের অন্যতম শীর্ষ ধনী পিটার কেলনার। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ ৭০ ধনীদের মধ্যে ৬৮তম ছিলেন তিনি।
Advertisement
আলাস্কার নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়, পিটার কেলনার ও হেলিকপ্টারের পাইলট সহ হেলি-স্কিইং দলের দুজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিক কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


