আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার ইতালির ফ্লোরেন্সে কট্টর ডানপন্থী দল লিগ পার্টি আয়োজিত ভিডিও সম্মেলনে যুক্ত হয়ে ইলন মাস্ক এই অবস্থান ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য বাধা দূর করার পক্ষেও অবস্থান জানিয়েছেন তিনি।
ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে পাল্টা শুল্ক ঘোষণার কয়েক দিনের মাথায় মাস্ক এই অবস্থান ব্যক্ত করলেন। ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণা অনুযায়ী, ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর যেসব দেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে, ইতালি সেগুলোর অন্যতম।
ফ্লোরেন্সের ওই সম্মেলনে ইলন মাস্ক বলেন, সঠিক পরিস্থিতি তৈরির জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ের শুল্কমুক্ত অবস্থার দিকে যাওয়া উচিত। এতে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে একটি কার্যকর মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হবে।
লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির সঙ্গে কথা বলার সময় মাস্ক উভয় অঞ্চলের মধ্যে চলাচলে ব্যাপক স্বাধীনতার বিষয়েও সম্মতি দেন।
নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে অস্থিরতা, দেশবাসীকে ‘অনমনীয়’ হতে বললেন ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘লোকজন যদি ইউরোপে কাজ করতে চান অথবা উত্তর আমেরিকায় কাজ করতে চান, তাহলে আমার মতে তাঁদের তা করতে দেওয়া উচিত।’
এর আগে বিভিন্ন সময়ে ইলন মাস্ক ইউরোপের ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। সালভিনির লিগ পার্টির পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি এবং অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) সমর্থনেও কথা বলেছেন তিনি।
শনিবার মাস্ক ভিডিও সম্মেলনে কথা বলার আগে ইতালির অর্থনীতিবিষয়ক মন্ত্রী ও লিগ পার্টির সদস্য জিয়ানকার্লো জিওরগেট্টি শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমানোর আহ্বান জানান। প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ না নিতে তিনি ইইউ নেতাদের প্রতি আহ্বান জানান।
তবে ইইউর বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিচ যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিক্রিয়ায় দেশটির পণ্যের বিষয়ে ‘ভেবেচিন্তে সাবধানে সমন্বিতভাবে’ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।