আন্তর্জাতিক ডেস্ক : শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন রোগী। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৭০ হাজার জন। আর ভারতে শনাক্ত হয়েছেন ৩৪,৮৮৪ জন। এনডিটিভি, ফাইনানশিয়াল টাইমস, আল জাজিরা
৩য় দেশ হিসেবে ১০ লাখ রোগীর মাইল ফলক অতিক্রম করলো ভারত। এর আগে শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এই পরিমাণ রোগী পাওয়া গিয়েছিলো।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়, সারা বিশ্বে মোট করোনা শনাক্ত ছিলেন ১ কোটি ৪২ লাখ ৪৯ হাজার ৬৩৫ জন। মারা গিয়েছিলেন ৬ লাখ ৭৩০ জন।
এ সময় যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ছিলেন ৩৭ লাখ ৭৮ হাজার ২২ জন। মারা গিয়েছিলেন ১ লাখ ৪২ হাজার ২৭৪ জন।
ব্রাজিলে মোট করোনা শনাক্ত ছিলেন ২০ লাখ ৪৯ হাজার ১৪০ জন। মারা গিয়েছিলেন ৭৭ হাজার ৯৬৪ জন।
ভারতে মোট করোনা শনাক্ত ছিলেন ১০ লাখ ৫৫ হাজার ৯৩২ জন। মারা গিয়েছিলেন ২৬ হাজার ৫০৮ জন। সম্পাদনা: ইকবাল খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।