আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রে বলেছেন, কিছু লবিং গ্রুপের অন্যায্য প্রভাবে যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে ন্যাটো মিত্র এবং তুরস্কের মধ্যে ‘দ্বৈত নীতি’ প্রয়োগ করেছে।
সম্প্রতি তুরস্ক ও গ্রীসের বিবাদে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তুরস্ক ও গ্রিস একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। গ্রীস কিছু বেসামরিক এজিয়ান দ্বীপ ‘দখল’ করার চেষ্টা এবং তুর্কি সামরিক বিমানকে হয়রানি করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক।
তবে, এসব ‘বিদ্বেষমূলক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোন প্রতিক্রিয়া নেই। তাছাড়া, এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ে তুরস্কের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তবে ভারতকে ছাড় দিয়েছে।
তিনি বলেছেন, ন্যাটোর সদস্য হিসেবে গেল কয়েক দশকে ন্যাটোর নিরাপত্তা ও স্বার্থে বড় মূল্য দিয়েছে তুরস্ক। সংশ্লিষ্ট ব্যাপারে ন্যায্য অবস্থান নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় তুরস্ক। সূত্র: সিআরআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।