
যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্র করে গঠন করা হবে নতুন রাজনৈতিক জোট।’
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, বিএনপি শুধু নির্বাচনের প্রস্তুতি নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছে।
তিনি বলেন, “সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের বার্তা একটাই—দলের ভেতরে ঐক্য থাকতে হবে, জাতির মধ্যে ঐক্য থাকতে হবে। যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়েই বৃহত্তর জোট গঠনের চিন্তা করছি।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের প্রার্থীদের কাছে মূল বার্তা হলো—বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। জাতির ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কেউ যেন বিভেদের পথে না যায়।”
তিনি বলেন, ‘যুবকদের নিয়ে, তারুণ্যে ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি। আশা করি, ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা- চেতনানির্ভর, প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন।’
এর আগে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সালাহউদ্দিন আহমদ পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



