আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে কাজ করা শিক্ষানবিশদের আবিষ্কার যুক্তরাজ্যে থাকা অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিষয়ে নতুন উপলব্ধি হাজির করেছে। বহু বছর ধরে এসব নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে আছে এবং সেগুলো তাদের নিজস্ব গুরুত্বের জন্য আলোচিত। তবে অনেক ক্ষেত্রেই এসব নিদর্শনের আবিষ্কারের পরিপ্রেক্ষিত হারিয়ে গেছে। আধুনিক প্রত্নতাত্ত্বিক চর্চার বিকাশের যুগে এসব নিদর্শনের অনেকগুলোই লুট করে আনা।
যুদ্ধবিধ্বস্ত ইরাকে সম্প্রতি তরুণ প্রত্নতাত্ত্বিকরা এমন যুগান্তকারী কিছু আবিষ্কার করেছেন, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে থাকা কিছু নিদর্শন নতুন করে আলোচনায় এসেছে এবং এগুলোর প্রদর্শনী শুরু হবে মার্চে। প্রদর্শনীর শিরোনাম হবে ‘অ্যানশিয়েন্ট ইরাক: নিউ ডিসকভারিজ’।
আলোচনায় আসা নিদর্শনগুলোর একটি ডলোরাইটের ভাস্কর্য, যেটি খ্রিস্টপূর্ব ২১৩০ অব্দের। মানে আজ থেকে চার হাজার বছরের বেশি পুরনো। ১৯৩০-এর দশকে এ ভাস্কর্য ব্রিটিশ মিউজিয়াম কিনে নিয়েছিল। ভাস্কর্যটি গুদিয়া নামের এক রাজার, যিনি গিরসু নামের প্রাচীন শহর শাসন করতেন। এটি ছিল ইরাকে ও দুনিয়ার প্রথম নগর সভ্যতাগুলোর একটি।
গুদিয়ার ভাস্কর্যটি দেখে বোঝা যায় তিনি প্রার্থনারত। লিখিত নিদর্শন থেকে জানা যায় যে তিনি শহরে একটি মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু মন্দিরের কোনো নিদর্শন এতদিন খুঁজে পাওয়া যায়নি। পরিবর্তনের শুরুটা ২০১৫ সালে। ব্রিটিশ মিউজিয়ামের তরফ থেকে ইরাকের তরুণ প্রত্নতাত্ত্বিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল চরমপন্থী ইসলামী দলগুলোর আক্রমণ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সাইটকে রক্ষা করা এবং নতুন খনন বিষয়ে। এ কাজ করতে গিয়ে ইরাকি প্রত্নতাত্ত্বিকদের দল রাজা গুদিয়ার নির্মাণ করা চার হাজার বছরের পুরনো মন্দিরটি আবিষ্কার করে। একই সঙ্গে মন্দিরের সঙ্গে থাকা রুটি তৈরির একটি কারখানাও পাওয়া গেছে। মন্দিরের সঙ্গে এ ধরনের খাবারের কারখানা থাকার নিদর্শন ইতিহাসে এটাই প্রথম।
ব্রিটিশ মিউজিয়ামে থাকা আরো অনেক নিদর্শনের সংশ্লিষ্ট ইতিহাস পরিষ্কার হয়েছে এ খননের প্রকল্প চলাকালে। ইরাকের বর্তমান আইন অনুসারে এসব নতুন নিদর্শন তাদের দেশের বাইরে যেতে পারবে না। তাই ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ এসব নতুন আবিষ্কৃত নিদর্শনের ছবি ও ভিডিওচিত্র নিয়েই সন্তুষ্ট থাকছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ভাষান্তর : বণিক বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।