পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থগিত যুদ্ধবিরতি বজায় রাখতে হলে আফগান তালেবানকে তাদের ভূখণ্ডের জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে হবে। করোন্তনৈতিক সূত্রের বরাতে তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর দোহায় পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতার অংশগ্রহণে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তিতে স্পষ্ট করা হয়েছে, আফগান সীমান্তভিত্তিক কোনো হামলা পাকিস্তানে সংঘটিত হলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
খাজা আসিফ সংবাদমাধ্যমকে বলেছেন, সবকিছু নির্ভর করছে একটাই শর্তের ওপর—আফগানিস্তান থেকে যেন কোনো আগ্রাসন না আসে। তিনি অভিযোগ করেছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং সেই কাজে আফগান তালেবানের সহযোগিতা রয়েছে।
আফেগান রেহাযৎমূলক পক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে; কাবুল সরকার বলেছে, পাকিস্তান ভুল তথ্য ছড়াচ্ছে এবং বিপরীতে ইসলামাবাদেই ইসলামিক স্টেট-সহ সংযুক্ত জঙ্গিদের আশ্রয় আছে—এভাবে পারস্পরিক অভিযোগাবলি চলছে।
আটর্কিত উত্তেজনার মধ্যে পাকিস্তান সম্প্রতি কাবুলের ওপর টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদের অবস্থানের ভিত্তিতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে; যদিও পরে মেহসুদ নিজেই জীবিত অবস্থায় একটি ভিডিও বার্তায় প্রত্যক্ষ হন। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন,“যদি আমাদের ভূখণ্ডে হামলা করা হয়, আমরা পাল্টা জবাব দেব—তারা যেখানে থাকবে, সেখানে আমরা আঘাত হানব।”
যুদ্ধবিরতি বাস্তবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ২৫ অক্টোবর ইস্তানবুলে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাজা আসিফ। বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও তৎপরতা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।