জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে দুই যুবদল নেতার নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগের পর বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছের তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন ভালুকা অফিস। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মুলাইদ উত্তর পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গত ৫ আগস্টের পর এই এলাকায় মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলা যুবদলের নেতা লিটন ব্যাপারী ও জাহাঙ্গীর মিলে সংযোগগুলো দিয়েছিল।
অভিযানে তিতাস গ্যাস ময়মনসিংহ অফিসের উপ-মহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার, ভালুকা জোনাল অফিসের ব্যবস্থাপক শাহজাহান আলীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরীকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিবের ফেসবুক পোস্ট
তিতাস গ্যাস ময়মনসিংহ অফিসের উপ-মহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।