স্পোর্টস ডেস্ক : যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের দুরন্ত ব্যাটিংয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম শিরোপা ঘরে তুলেছে শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডস। ফাইনালে শ্রীলংকাকে ১৪ রানে হারিয়েছে তাঁরা।
রবিবার (২১ মার্চ) রাতে মুম্বাইয়ের ডিআর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের ব্যাটিং তাণ্ডবে চার উইকেটে ১৮১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত।
দলের হয়ে ৩৬ বলে ৫টি ছক্কা আর চারটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ৪১ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬০ রান করেন যুবরাজ সিং। এছাড়া অধিনায়ক শচিন টেন্ডুলকার করেন ২৩ বলে ৩০ রান।
১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সনৎ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক তিলকরত্নে দিলশান। এরপর খেই হারিয়ে ফেলে লংকানরা। মাত্র ২৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
১৮ বলে ২১ রান করে ফেরেন দিলশান। মাত্র ২ রানে ফেরেন চামারা সিলভা। দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া সনৎ জয়সুরিয়া ফেরেন ৩৫ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪৩ রান করে। ১৬ বলে ১৩ রানে ফেরেন উপল থারাঙ্গা।
১২.৫ ওভারে ৯১ রানে ৫ উইকেট পতনের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা। শেষ দিকে চিন্তক জয়সিং ও কৈশল্যা বীররত্নের ব্যাটে একটা সময়ে জয় দেখেছিল তারা।
শেষ ১৮ বলে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৯ রান। ১৮তম ওভারে ১৯ রান নিয়ে জয়ের স্বপ্ন দেখান তারা। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু ১৯তম ওভারে বীররত্নে আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় শ্রীলংকা। শেষ ওভারে ২৪ রান প্রয়োজন ছিল, ৯ রান তুলতে পারেন জয়সিং ও নুয়ান কুলাশেকারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত তৃতীয় ওভারেই হারায় বিরেন্দর শেবাগকে। এস বদ্রিনাথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দ্রুত বিদায় করেন জয়াসুরিয়া। অন্য প্রান্তে শচিন টেন্ডুলকার ছিলেন অবিচল। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে ভারত। অধিনায়ককে সঙ্গ দেন যুবরাজ। তাদের জুটিতে ভালোই রান বাড়াচ্ছিল ভারত। পারভেজ মাহারুফের বলে টেন্ডুলকার কট বিহাইন্ড হলে ভাঙে ৪৩ রানের জুটি। ২৩ বলে ৪ চারে ৩০ রান করেন এই ব্যাটিং কিংবদন্তি।
এরপরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ইউসুফ পাঠান ব্যাটিংয়ে নামার পর ভারতের রান আসতে থাকে বানের পানির মতো। বিরারত্নেকে ছক্কায় ওড়ান যুবরাজ, পরে ওই ওভারে আরেকটি ছক্কা মারেন ইউসুফ।
প্রসাদের ওভারে চার মেরে ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন যুবরাজ। পরে স্ট্রাইকে গিয়ে লঙ্কান এই পেসারকে টানা তিন বলে দুই ছক্কা ও এক চার হাঁকান ইউসুফ। দুই জনে মিলে নুয়ান কুলাসেকারাকে ওড়ান তিন ছক্কায়। ইউসুফ ২৪ বলে তুলে নেন ফিফটি।
৪১ বলে চারটি করে চার-ছক্কায় ৬০ রান করা যুবরাজকে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভাঙেন বিরারত্নে। শেষ ওভারে ইরফান পাঠানের ছক্কায় ভারতের সংগ্রহ পেরিয়ে যায় ১৮০। ৩৬ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইউসুফ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত লেজেন্ডস: ২০ ওভারে ১৮১/৪ (শেবাগ ১০, টেন্ডুলকার ৩০, বদ্রিনাথ ৭, যুবরাজ ৬০, ইউসুফ ৬২*, ইরফান ৮*; হেরাথ ২-০-১১-১, কুলাসেকারা ৪-০-৪৪-০, দিলশান ২-০-২৫-০, জয়াসুরিয়া ২-০-১৭-১, প্রসাদ ৪-০-৪২-০, মাহারুফ ৪-০-১৬-১, বিরারত্নে ২-০-২৩-১)।
শ্রীলঙ্কা লেজেন্ডস: (লক্ষ্য ১৮২) ২০ ওভারে ১৬৭/৭ (দিলশান ২১, জয়াসুরিয়া ৪৩, সিলভা ২, থারাঙ্গা ১৩, জায়াসিংহে ৪০, বিরারত্নে ৩৮, কুলাসেকারা ১*, মাহারুফ ০; গনি ৪-০-২৪-১, মুনাফ ৪-০-৪৬-১, প্রজ্ঞান ওঝা ২-০-১২-০, বিনয় ২-০-২৯-০, ইউসুফ ৪-০-২৬-২, ইরফান ৪-০-২৯-২)।
ফল: ভারত লেজেন্ডস ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইউসুফ পাঠান।
ম্যান অব দ্য টুর্নামেন্ট: তিলকারত্নে দিলশান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।