জুমবাংলা ডেস্ক : সাত বছর পর অনুষ্ঠিত যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে ঘোষণা করা হলো সংগঠনটির নতুন চেয়ারম্যানের নাম। যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। ‘আমি যুবলীগের চেয়ারম্যান নয় একজন কর্মী হিসেবে কাজ করব’ বলে মন্তব্য করেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।
যুবলীগের কর্মীদের উদ্দেশে পরশ বলেন, আপনারা আমার শক্তি, আমাদের শক্তি। আসুন কর্মের মাধ্যমে বিশ্বাস, বন্ধন আরো সুদৃঢ় করি। তরুণ প্রজন্ম আই হেটস পলিটিকস থেকে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে উজ্জীবিত হবে।
চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বলে মনে করেন শেখ ফজলে শামস পরশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে পড়াশুনা করা পরশ শিক্ষকতা করেন। এতদিন রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন নিজেকে। যুবলীগকে সংশোধন করে মূল স্রোতে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তাঁর ভাতিজা পরশের ওপরই আস্থা রাখলেন।
পরশের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে রাজনীতিতে এসে সংসদ সদস্য হয়েছেন। চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।