জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অস্ত্র ও মা*দক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মতিঝিল থানা ও গুলশান থানা পুলিশ ও র্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা। গুলশান-২-এর নিজ বাসা থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, অস্ত্র-গুলি ও মা*দকসহ আটক খালেদকে বিকালের মধ্যে গুলশান থানায় হস্তান্তর করা হবে। অস্ত্র আইনে গুলশান থানায় ও মা*দক আইনে মতিঝিল থানায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। দুটি মামলারই বাদী হবে র্যাব।
জানতে চাইলে র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান বলেন, আটক খালেদ এখন র্যাব হেফাজতে রয়েছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছেই। একটু পরেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে। মামলাতে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।