নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শনিবার রাতে উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।