যুব বিশ্বকাপ হকিতে ধারাবাহিকভাবে চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে চলমান প্রতিযোগিতায় আজ দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে ৫-৩ গোলে হারিয়ে ২৪ দলের টুর্নামেন্টে অন্তত ১৭ বা ১৮তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা ছিল কঠিন। প্রথম ১০ মিনিটেই দক্ষিণ কোরিয়া এগিয়ে যায় এবং ২০ মিনিটে লি’র পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ে ২-০ তে। তবে এরপরই বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন।
২১ ও ২৪ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান দলের ভরসা আমিরুল ইসলাম। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে দলকে এগিয়ে নেন ৩-২ গোলে।
শেষ কোয়ার্টারে ওবায়দুল গোল করে ব্যবধান বাড়ান ৪-২। যদিও কোরিয়া এক গোল শোধ করে ৪-৩ করেছিল, শেষ মুহূর্তে রাকিবুল হাসানের গোল নিশ্চিত করে বাংলাদেশের ৫-৩ ব্যবধানের ঐতিহাসিক জয়।
বাংলাদেশের এই উজ্জ্বল সাফল্যের নায়ক নিঃসন্দেহে আমিরুল ইসলাম। তিনি এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ, গোল ১৫টি যার মধ্যে ৪টি ম্যাচেই হ্যাটট্রিক! টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও এগিয়ে আছেন তিনি।
গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের পথচলা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলের লড়াকু হার, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র।গতবারের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ হেরে গ্রুপ পর্ব শেষ। স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে বিজয় সেই সাথে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্মরণীয় জয় ৫-৩।
সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ ১৭তম স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারবে। যা হবে যুব হকিতে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন।
বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর তরুণদের এই উজ্জ্বল পারফরম্যান্স দেশি-বিদেশি সমর্থকদের নজর কাড়ছে ইতিমধ্যেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



