সৈয়দ সাজিয়া আফরিন: যে পুরুষের কাছে স্ত্রীর দেওয়া ‘ভালো’ সার্টিফিকেট নাই সেই ব্যাডা বদ।
যেই ব্যাডা বউয়ের সঙ্গে সুসম্পর্কে নাই সেই ব্যাডা অনিরাপদ। যেই ব্যডাকে বউ ডিভোর্স দেয় সেই ব্যডার কোনো না কোনো সমস্যা আছে।
যে ব্যাডা কোনো সুনির্দিষ্ট যুক্তি ছাড়া বউকে ডিভোর্স দেয়, সে ছারোল্যা ব্যাডা। মানে তার বারবার ডিভোর্স দেওয়ার বাতিক হইতে পারে।
যে ব্যাডা ঘরে বউ রেখে বাইরে কুইকুই করে সেই ব্যাডার পুরুষত্বে সমস্যা আছে। কারণ খুব সম্ভবত বউয়ের কাছে শয্যায় পরাজিত হয়ে অন্য নারীর কাছে যে তাকে এখনও জানেনি তার কাছে যায়। ব্যাডার শরীরের মধ্যখানে একখানা লিঙ্গ আছে। সেইটা তার নিতান্তই শারীরিক গড়ন নয়। সেইটা তার ক্ষমতা। সমাজ ও রাষ্ট্রের কাছে তারা অনেক রকমের ইন্ডেমনিটি পায় তাই তার দ্রুত স্ত্রী, পরস্ত্রী সব মিলে যায়। এটা তার কোনো ব্যক্তিগত যোগ্যতা নয়। এটা সে জন্মেই পাইসে সমাজ থেকে। লেখক: সম্পাদক, উইম্যানভয়েসবিডি.কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।