প্রায় দেড় লাখ টাকায় পাচ্ছেন এক কাপ সোনার চা। গোল্ড কাড়াক নামের এই চায়ের সঙ্গে রূপার কাপটি একদম ফ্রি। দুবাইয়ের বোহো ক্যাফেতে মিলবে এই সাড়া জাগানো চা। চা পান করতে আপনি কত টাকা খরচ করবেন? ৮, ১০, ১৫, ২০, ৩০, ৫০ টাকা! খুব ব্যয়বহুল কোথাও বসলে কখনো ৩০০ টাকা। কিন্তু তাই বলেবেক কাপ চায়ের দাম প্রায় দেড় লাখ টাকা!
ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শার্মা দুবাইয়ে তাঁর বিলাসবহুল বোহো ক্যাফেতে বিক্রি করছেন গোল্ড কাড়াক নামের একটি বিশেষ চা। বিশুদ্ধ রূপার কাপ ও পেয়ালাতে এই চা পরিবেশন করা হয়। এই চায়েরর ওপর ২৪ ক্যারেট স্বর্ণের একটি তবক বা ফয়েল থাকে। আর এই সোনার চায়ের প্রতি কাপের জন্য দুবাইয়ের লোকেরা ব্যয় করছেন বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৪৫ হাজারেরও বেশি।
ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে গত মাসে এই ক্যাফেটি যাত্রা শুরু করে। এরপর থেকেই অন্তর্জালে আসতে থাকে তাদের ব্যতিক্রমী মেন্যু ও পরিবেশনা নিয়ে আলোচনা। সোনার গুঁড়া ছড়ানো ক্রোয়াসো আর স্বর্ণের তবকসহ চা বিশেষভাবে মনোযোগ কাড়ে সবার।
আর তাও আবার এমন এক সময় যখন সোনার দোকানে যেতেও মানুষ ভয় পাচ্ছে এর উচ্চমূল্যের জন্য। তবে একটি প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাফেতে দুই রকম মেন্যু আছে। এখানে আগত অতিথিরা বিলাসবহুল খাবার যেমন উপভোগ করতে পারেন, তেমনি চাইলে সাশ্রয়ী ভারতীয় স্ট্রিট ফুড মেন্যুরও স্বাদও নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।