জুমবাংলা ডেস্ক : মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা বিষয়ে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিনই জানা যাবে কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে। তবে তার আগেই জানা গেল এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আগামী দু’একদিনের মধ্যেই।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী দু’একদিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হবে। গত বৃহস্পতিবার বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আগামীকাল অনুমোদন হয়ে আসার কথা রয়েছে, সেটি এলে একদিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।’
সাহেদুল কবির বলেন, ‘শিক্ষকরা যাতে ঈদের আগে ঈদ বোনাস তুলতে পারেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সে মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে এ অর্থ উত্তোলন করতে পারবেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।