জুমবাংলা ডেস্ক : আজও শীতে জবুথুবু রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার মানুষ। তবে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বলছে, রবিবার দুপুরের পর দেখা মিলতে পারে সূর্যের। বাড়তে পারে দিনের তাপমাত্রাও। এ মাসে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কাও নেই। তবে জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস আবহাওয়া অধিদপ্তরের।
সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন। বাতাস বইছে উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে সাধারণ মানুষ। কর্মজীবীদের চেয়েও বেশি দুর্ভোগে নিম্নআয়ের শ্রমজীবীরা ও ছিন্নমূল মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া। দেখা যাবে সূর্যের মুখও।
এদিকে, শীতের কারণে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আইসিডিডিআরবি হাসপাতালে গত সপ্তাহেও রোগী ছিল ৮৭২ জন। যার মধ্যে ৭০ শতাংশই শিশু।
তবে এ মাসের শেষ দিকে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।