শেষ কবে ইংলিশ প্রিমিয়ার লীগের জনপ্রিয় ফুটবল দল লিভারপুল তাদের দর্শকদের একটি চমৎকার ফুটবল খেলা উপহার দিতে পেরেছিলো? লিভারপুল সর্বশেষে ডিসেম্বরের ৩১ তারিখে লেস্টার সিটির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল।
ওই ম্যাচের পর থেকে অনেকদিন পেরিয়ে গেছে। লিভারপুল আর জয় তুলে নিতে পারেনি। জানুয়ারির ২ তারিখে ব্রেন্ডফর্ড এর বিরুদ্ধে তারা ৩-১ গোলে পরাজিত হয়। এরপর জানুয়ারি ১৪ তারিখে ব্রাইটনের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়।
পরবর্তী ম্যাচে জানুয়ারি ২১ তারিখে চেলসির সাথে গোলশূন্য ড্র করে। সর্বশেষ গতকাল ওলভস এর বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়। চেলসি এবং ওলভস দলের বিরুদ্ধে খেলার সময় লিভারপুল বারবার আক্রমণে ওঠার চেষ্টা করে।
দলের খেলোয়াড়রা একের পর এক সুযোগ তৈরি করেছিল। কিন্তু তারা গোলের দেখা পায়নি। লিভারপুলের খেলা দেখে মনে হচ্ছে তাদের গোলকিপিং, ডিফেন্ডিং, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে।
কোন সিস্টেম এবং ফর্মেশন মাঠে ইতিবাচক ফলাফল এনে দিতে পারছে না। লিভারপুলের জনপ্রিয় কোচ ক্লপ এখন অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছে। তার সময়েই এ ক্লাবটি অনেক সফলতা পেয়েছিল।
এ ক্লাবে জনপ্রিয় অনেক খেলোয়াড় রয়েছে। ইংল্যান্ডের তারকা আলেকজান্ডার আর্নল্ড, স্কটল্যান্ড এর লেফট ব্যাক রবার্টসন, ডিফেন্ডার গোমেজ ও থিয়াগো, মিশরের তারকা মোহাম্মদ সালাহ, নেদারল্যান্ডের দুর্দান্ত স্ট্রাইকার গাপকো।
গতকালের ম্যাচে লিভারপুলের সবাই বারবার আক্রমণে ওঠে এসে গোল করার চেষ্টা করেছেন। কিন্তু কেউ খেলার কাঙ্খিত গোলের দেখা পাননি। খেলা শুরু হতে না হতেই দুই গোল হজম করতে হয়েছিল।
এমনকি ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই লিভারপুলের জল মাতিপ এর own goal এর সুবাদে প্রতিপক্ষ এগিয়ে যায়। পুরো ম্যাচে তারা ৬৯ শতাংশ সময়ে বল নিজের পায় রাখে। গোল অভিমুখে ২২ টি শট নেয়। ৫৪০ টি পাস তারা খেলতে সক্ষম হয়।
লিভারপুলের খেলোয়াড়দের পাস অ্যাকুরেসি ছিল ৮৫ শতাংশ। কিন্তু এসব সমীকরণ শেষ পর্যন্ত লিভারপুলকে জয় এনে দিতে পারেনি। বর্তমানে লিভারপুলের ভক্তরা দু:স্বপ্নের মত সময় কাটাচ্ছেন। বর্তমান সিজন এভাবে কাটিয়ে দিলে পরবর্তী চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুল অংশগ্রহণ করতে ব্যর্থ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।