গোল না করেও যেভাবে আল নাসরের জয়ের নায়ক রোনালদো

গোল না করেও যেভাবে আল নাসরের জয়ের নায়ক রোনালদো

গোল না করেও নাসরের জয়ের নায়ক রোনালদো

স্পোর্টস ডেস্ক : লিগ ম্যাচে আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

শুক্রবার ঘরের মাঠে জয় পাওয়া ম্যাচে গোল পাননি পর্তুগিজ যুবরাজ খ্যাত রোনালদো। তবে দুই গোলই করিয়েছেন তিনি।

গোল না করেও যেভাবে আল নাসরের জয়ের নায়ক রোনালদো

ম্যাচের ১৭ মিনিটে গোল করে লিড নেয় আল নাসর। গারিবকে দিয়ে গোল করার সিআরসেভেন।

দ্বিতীয়ার্ধের শুরু অর্থাৎ ৪৭ মিনিটে গোল করে সমতার ফেরে তাউওন। এরপর আরও এক গোল করে লিড নেয় টেবিলে টপ ফোরের লড়াইয়ে থাকা ক্লাবটি। তবে ওই গোল বাতিল হয়।

পয়েন্ট হারিয়ে আল নাসর যখন লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় তখন গোল করেন মাদু। তার ৭৮ মিনিটের ওই গোলের কারিগর রোনালদো।