গিনেস অফ দা ওয়ার্ল্ড রেকর্ডেরে মধ্যে এবার জায়গা করে নিয়েছে এক ইঁদুর। এ ইঁদুরের নাম হচ্ছে প্যাসিফিক পকেট মাউস বা ইঁদুর প্যাট। এটি মূলত ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইঁদুরের একটি প্রজাতি। এই প্যাটকে এখন বলা হচ্ছে দুনিয়ার সব থেকে দীর্ঘজীবী ইঁদুর।
এ ইঁদুরটির বয়স হয়েছে নয় বছরের উপরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে বয়স্ক ইদুর হিসেবে এটার নাম ঘোষণা করা হয়। সান ডিয়াগো জু ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্স এটির নাম ঘোষণা করে। ২০১৩ সালে প্যাট নামক ইঁদুরের জন্ম হয়।
সান ডিয়াগো সাফারি পার্কের কনজারভেশন ব্রিডিং প্রোগ্রামের অধীনে ১৪ জুলাই এ ইঁদুরটি জন্মগ্রহণ করে। তবে এই ইঁদরের সাইজ তেমন একটা বড় নয়। উত্তর আমেরিকার সম্ভবত সবচেয়ে ছোট সাইজের প্রজাতি এটি।
এটিকে পকেট মাউস বলার পিছনে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ইঁদুরটি চোয়ালের নিচে প্রয়োজনীয় খাবার জমিয়ে রাখে। বিভিন্ন স্থানে যাওয়ার সময় এটি খাবার সংগ্রহ করে এবং থলের মধ্যে জমিয়ে রাখে।
ঠিক এ কারণেই এটিকে বলা হয় পকেট মাউস। বর্তমানে এ প্রজাতির ইঁদুরের জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। মানব বসতি বৃদ্ধির কারণে এ প্রজাতির ইঁদুরের সংখ্যা কমা শুরু করে দিয়েছে।
পকেট মাউসের বংশবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হাতে নেওয়া না হলে হয়তো এটি বিলীন হয়ে যেত। মূলত ১৯৩২ সালের পর থেকেই এদের জনসংখ্যা কমতে থাকে। ১৯৯৪ সালের পর পুনরায় এদের বংশবৃদ্ধি করানোর চেষ্টা করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন যে, এ প্রজাতির ইদুর প্রকৃতির জন্য বেশ উপকারী। গত বছর পর্যন্ত নতুন ১১৭ টি পকেট মাউসের জন্ম দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।