যেভাবে কয়েক কোটি টাকার বাড়ি-গাড়ি করেছেন, জানালেন বুবলী

বিনোদন ডেস্ক: ফের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের লড়াই। একজন প্রশ্ন ছুড়ছেন তো আরেকজন তার পাল্টা জবাব দিচ্ছেন। কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না।

রবিবার (১৪ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলীর গাড়ি-বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান।

তিনি প্রশ্ন করেন, হঠাৎ করে একইসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক কীভাবে হলেন বুবলী? এবার শাকিবের সেই প্রশ্নের জবাব দিলেন চিত্রনায়িকা বুবলী।

সংবাদমাধ্যমে দেওয়া আরেক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দেখুন আমি দীর্ঘদিন ধরেই ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের সহযোগিতা নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে।

নিজের গাড়ি-বাড়ির প্রসঙ্গে বুবলী বলেন, আমার গাড়ির কথা তিনি বলছেন, সেটা ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছে। সব লোনের কাগজ-পত্র আমার কাছে আছে। যে শোরুম থেকে নেওয়া হয়েছে সেই শোরুম তিনি নিজেও চিনেন। আমার বাসার কথা তিনি বলেছেন যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা।

নায়িকা আরও বলেন, আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি আমি। গাড়ি এবং বাড়ির প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও এখন সমস্যা?

সবশেষে অভিনেতার কাছে বুবলীও প্রশ্ন রাখেন, আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয়। কারণ, সব দায়িত্ব আমার একার। তিনি এসবেও নোংরামি করতে চান? তাহলে নিজে কেন কোনো দায়িত্ব নেননি?

আমাদের মিয়া ভাই অবশেষে চলেই গেল! ফুুফিয়ে কাঁদছিলেন রোজিনা