জাপানের গবেষকরা প্রাথমিকভাবে পরীক্ষামূলক একটি চুল্লি তৈরি করেছেন। সূর্যের আলো ও পানিকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করে। পরিবেশ দূষণ রোধে এ প্রযুক্তি অনেক সাহায্য করবে।
১০০ বর্গমিটার আয়তনের নতুন এই চুল্লি ফটোক্যাটালিটিক পাত ব্যবহার করে পানির অণু ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুতে পরিণত করে। ফলে উৎপাদিত হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। যদিও এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
গবেষকরা আশাবাদী যে আরও কার্যকর ফটোক্যাটালিস্ট আবিষ্কারের মাধ্যমে সস্তা ও টেকসই হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করে বিশ্বের বিভিন্ন শক্তির চাহিদা মেটানো সম্ভব। বিজ্ঞানীরা তাঁদের গবেষণার ফলাফল ২ ডিসেম্বর ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স জার্নালে প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।