বিনোদন ডেস্ক : তাহসান খান। গান এবং অভিনয় দিয়ে জয় করেছেন ভক্তদের মন। ভক্তরা সব সময়ই তার গান ও নাটকের অপেক্ষায় থাকেন। গেল ঈদের পর থেকে ভক্তদের নতুন কোন গান কিংবা নাটক উপহার দেননি তাহসান। দীর্ঘ এই বিরতিতে কি করছেন তাহসান?
জানা গেল, সম্প্রতি একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন তাহসান খান। তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।
ওয়েব ফিল্মটির নাম এখনও ঠিক হয়নি। ফিল্মটি পরিচালনা করেছেন ওসমান মির্জা। গল্প লিখেছেন মাসুদউল হাসান আর স্ক্রিপ্ট করেছেন দয়াল সাহা। ওয়েব ফিল্মটি ভালোবাসা দিবসে এসএস এন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউবে প্রকাশ হবে বলে জানা গেছে।
‘যদি একদিন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আছেন তাহসান খান। এছাড়া, সম্প্রতি ‘মেমোরিজ…কল্পতরু’ নামের নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় এই গায়ক। এই নাটকের গল্প পেতে দুই মাস আগে ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন তাহসান নিজেই। এরপর বেশ কিছু গল্প থেকে বাছাই করা হয় ফারিয়া কবির আভার গল্পটি। আর এ পুরো প্রক্রিয়াটি করার কারণ নাটকটি ছিলো তাহসানের শততম নাটক।
শিগগিরই তাহসানের এ নাটকটি ক্লাব ১১-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।