যেভাবে কোটিপতি হলেন হিরো আলম! জানা গেল আসল খবর
বিনোদন ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ নির্বাচনকে ঘিরে হিরো আলমের কোটি টাকার সম্পদ আছে এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমের পাতায়।
কোটি টাকার সম্পদ নিয়ে নিজের অবস্থান জানান হিরো আলম।
উপনির্বাচনে হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হাজির হয়ে হিরো আলম আপিল আবেদন দাখিল করেন। সেসময় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ঘিরে নানা বিষয় নিয়ে কথা বলেন।
নির্বাচনী হলফনামায় বলা হয় হিরো আলমের কোটি টাকার সম্পদ রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, তিনি স্বশিক্ষিত। তার পেশা ব্যবসা। এখন তিনি ৯ শতক জায়গা কিনে বাড়ি বানিয়েছেন। ব্যাংকে জমা আছে ৩০ হাজার টাকা। কিনেছেন কৃষিজমিও। এখন তার কৃষিজমির পরিমাণ ৫০ শতাংশ। স্ত্রীর ১ ভরি স্বর্ণালংকার বেড়ে হয়েছে ১০ ভরি। আছে ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র।
২০১৮ সালের নির্বাচনে সময় হিরো আলমের সম্পদ বলতে ছিল ব্যাংক হিসাবে এক হাজার টাকা ছিল। আর ছিল ২১ শতাংশ কৃষিজমি, ৮৭ হাজার টাকা মূল্যের একটি পুরোনো মোটরসাইকেল, আড়াই লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিকস পণ্য এবং স্ত্রীর এক ভরি স্বর্ণালংকার। আয় বলতে ছিল কৃষি খাত থেকে আসা ৬ হাজার টাকা এবং অভিনয় থেকে আসা ২ লাখ ৫২ হাজার টাকা। নিজের বাড়ি ও গাড়ি ছিল না। চার বছরের ব্যবধানে হিরো আলম কোটিপতি হয়েছেন।
এতো অল্প সময়ে এমন সম্পদের মালিক হওয়ার ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ‘আমি কোটি টাকার সম্পদের মালিক নই। আমার সম্পদের মধ্যে রয়েছে একটি গাড়ি, কিছু ধানের জমি, আরেকটি বাড়ি করছি। অনেকেই বলে যে কোটি টাকার সম্পদ আছে। এটা আসলে মিথ্যা কথা। আমার যদি কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে দুদক তদন্ত করে বের করুক।’
তিনি আরও বলেন, ‘আসলে মানুষ তিলকে তাল বানায়। আসলে নির্বাচনী হলফনামায় লেখার কথা ছিল হচ্ছে ৫ লাখ টাকা কিন্তু আমার উকিল ভুলে করে ৫৫ লাখ টাকা বানিয়ে দিয়েছে। উকিলের ভুলের কারণে এখন আমাকে সবাই কোটপতি ভাবছে।’
রবিবার দুপুরে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকার কথা জানিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।