জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারের বিনা মূল্যের সংস্করণ ব্যবহারের প্রলোভন দেখিয়ে কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল হ্যাকার। ‘স্টিলফক্স’ নামের ম্যালওয়্যারটির মাধ্যমে হ্যাকাররা দূর থেকে কম্পিউটার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহসহ গোপনে ক্রেডিট কার্ডের তথ্য ও ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করছে। ম্যালওয়্যার ছড়ানোর এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কির তথ্যমতে, স্টিলফক্স নামে এক নতুন ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটারের উইনরিংডটএসওয়াইএস ড্রাইভারে প্রবেশ করে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর কম্পিউটারে থাকা ব্যবহারকারীদের ব্রাউজিং ইতিহাস, ক্রেডিট কার্ডের তথ্যসহ সংরক্ষণ করা বিভিন্ন পাসওয়ার্ড চুরি করে হ্যাকারদের কাছে পাঠাতে থাকে। ম্যালওয়্যারটি এখন বিভিন্ন দেশের কম্পিউটার ব্যবহারকারীদের আক্রমণ করছে।
ম্যালওয়্যারটি প্রবেশ করানোর জন্য ফক্সিট পিডিএফ এডিটর, জেটব্রেইন্স, অটোক্যাডসহ বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যারের বিনা মূল্যের সংস্করণ ব্যবহারের প্রলোভন দেখায় হ্যাকাররা। ভুয়া সফটওয়্যারগুলো নামালেই কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে। তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যার নামানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।